মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী গণসংযোগ করেছেন। বুধবার অ্যাডভোকেট মিয়াজান আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার
বাগোয়ান ইউনিয়নের নাজিরাকুনা,ও ভবরপাড়া,গ্রামে এ্যাডঃ মোঃ মিয়াজান আলীর গণসংযোগ। করেন।
মেহেরপুরের জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকুনা,ও ভবরপাড়া,গ্রামে এ্যাডঃ মোঃ মিয়াজান আলীর গণসংযোগ।
গণসংযোগকালে এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে আমঝুপি সাবেক মেম্বার আনিসুর রহমান সহ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।