মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব। সে জন্য সমাজের মানুষদের পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। তাই আমরা চাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদেও সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জেলার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, সীমান্ত এলাকার নিরাপত্তা, গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, আবদুল করিম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ওসি বানী ইসরাইলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।