নিজস্ব প্রতিবেদক: সব ব্যাংকিং সেবা নিয়ে, আই এফ সি ব্যাংক এর মেহেরপুর সদর উপ শাখার
শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময় শহীদ শামসুজ্জোহা পার্ক এর সামনে ভিশন শোরুম এর দ্বিতীয় তলায় সাইদুল রহমান এর সঞ্চালনায় ৪৫০ তম উপ শাখা কুষ্টিয়ায় অধীনে মেহেরপুর সদর এ উদ্ভাবন করেন আই এফ সি ব্যাংক এর কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমান। আই এফ সি ব্যাংক এর সুবিধা হলো
সব পেশার সব মানুষের জন্য
কারেন্ট একাউন্টের মতো লেনদেন সুবিধা সহ দৈনিক মুনাফাভিত্তিক সেভিংস একাউন্ট।
এফডিআর এর মতো আকর্ষণীয় মুনাফা
মেয়াদের অপেক্ষা না করে প্রতিমাসে মুনাফা উত্তোলন সুবিধা।
তাৎক্ষণিক সাশ্রয়ী ও ঋণ সুবিধা।
ক্রেডিট কার্ডের উত্তম বিকল্প । এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,শাহিনুর রহমান রিটন পেনেল মেয়র মেহেরপুর পৌরসভা, জাহিদ ইকবাল হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।