নিজস্ব প্রতিবেদক: লকডাউন নিশ্চিত করতে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির কঠোর নজরদারি। আজ বুধবার ১৬ জুন সরকারী বিধি মোতাবেক আগামী দুই সপ্তাহের জন্য মেহেরপুরে লকডাউন থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এবং পরবর্তীতে করোনা ভাইরাস এর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি সন্ধ্যা ছয়টা পর সকল দোকান পাট বন্ধ নিশ্চিত করতে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন সহ সংগঠন এর সদস্য বিন্দু কঠোর নজরদারি চালিয়েছেন এবং সরকারের নির্দেশে মোতাবেক দোকান বাট বন্ধ নিশ্চিত করেছেন। এই সময় উপস্থিত ছিলেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান দপ্তর সম্পাদক কাকোন, রাশেদ খান সহ প্রমুখ।
