করোনা সংক্রমণ প্রতিরোধে আজ সোমবার থেকে টানা সাত দিনের লকডাউন ঘোষণা করে। জেলাব্যাপী এই লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে একযোগে কাজ করছেন জেলা সদরসহ সকল উপজেলার সিভিল ও পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা এনএসঅাইসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ।
এদিকে সরকারি বিধি নিষেধ ভঙ্গের দায়ে এ নিউজ লেখা পর্যন্ত খোকসায় ৪ জন দোকান মালিক কে ১৯০০ টাকা জরিমানা আদায় করছেন বলে জানা যায়।
এর আগে লকডাউন ঘোষণা হওয়ার সাথে সাথে উপজেলা জুড়ে সকল জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করা হয়েছে। জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন, এবং সেই সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এ বার্তা ছড়িয়ে দেওয়ার আহব্বান জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসহাক আলী।
