মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বালিকা
বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
ফজলুল হকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ ও বিদায়ী শিক্ষককে মানপত্র প্রদান করেন দশম শ্রেণীর ছাত্রী তিশা।সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী
মাইসা মালিহা সোহা ও সামিহা রেজার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক খসরু পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক কাজী আনিসুজ্জামান, সেকেন্দার আলী, আব্দুল লতিফ, সোহরাব উদ্দিন,মোহাম্মদ সিরাজ উদ্দিন,সাইদুর রহমান, জনি আলম,আব্দুল মান্নান, লিয়াকত আলী,
রাশেদুল ইসলাম, রেবেকা সুলতানা, আবুল বাশার,জাহাঙ্গীর আলম,আব্দুল হামিদ, ছাত্রী
তাশফিক ইসলাম,শিথিল,ফারজানা জারিম,রোজা,নেহা,হুমায়রা,জোহা,নিওলা,এশা,দুর্বা,অহনা,আভা প্রমূখ। এর আগে বিদায়ী শিক্ষক কাজী আনিসুজ্জামানকে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। কাজী আনিসুজ্জামান মেহেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয় প্রায় দেড়যুগ যাবত নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন।
