নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ড কোটপাড়া থেকে তিন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের আটক করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ সাইফুল ইসলাম এর
নির্দেশনায় ইন্সপেক্টর (অপারেশন)
মোঃ সেলিম জাহাঙ্গীর এর নেতৃত্বে মাদক
বিরোধী অভিযান চলাকালে এস আই
(নিঃ)/ এস এম তাওহীদ ইসলাম, এ এস
আই (নিঃ)/ মোঃ শাকিল খান, এ এস আই
(নিঃ)/ মাহবুব আলম, এ এস আই (নিঃ) /
মোঃ ফেরদৌস অভিযান চালিয়ে মেহেরপুর
পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ কোর্টপাড়া হতে
তিন জন মাদক বিক্রেতা ও মাদক সেবীদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি
১। মোঃ জনি মীর (৩৪), পিতা- মোঃ
আমিরুল মীর,সাং- ভুমি অফিস পাড়া ৮ নং
ওয়ার্ড এর নিকট থেকে ০৮ (আট) গ্রাম
হেরোইন, আসামি ২। মোঃ সাকিব
(২৭),পিতা- মোঃ আনারুল ইসলাম, সাং-
নতুন পাড়া ১ নং ওয়ার্ড এর নিকট হতে ০৬
(ছয়) গ্রাম হেরোইন এবং আসামি ৩। মোঃ
মিলন মীর, পিতা- মোঃ আমিরুল মীর, সাং-
ভুমি অফিস পাড়া ৮ নং ওয়ার্ড এর নিকট
হতে ০৬ (ছয়) গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
