মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ই এপ্রিল রাত ৯টার সময় মেহেরপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে কালাচাঁদপুরে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা তাজউদ্দীন খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার,
গণসংযোগ ও পথসভায় পৌরসভার ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, কালাচাঁদপুর জামে মসজিদের সভাপতি আইয়ুব আলী,খানপাড়া ইউনিট সভাপতি হাবিবুর রহমান পিন্টু,কাথুলী রোড জামে মসজিদের পেশ ইমাম মনজুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামী সংগীত পরিবেশন করেন কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী আব্দুল জাব্বার।
