মেহেরপুর আমঝুপি পিরোজপুর সড়কের গত ১৪ আগস্ট অভিনব কায়দায় ছিনতাইয়ের দুই আসামী গ্রেফতার।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে চালিয়ে আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাঙ্গালপাড়ার মনির উদ্দীনের ছেলে বাবুল হুসাইন (৪১) ও একই গ্রামের যাদখালিপাড়ার আমলেছ খাঁর ছেলে কালু (৩৩)।
আজ শনিবার (১৯ আগস্ট) বিকালের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ,জানান
গত১৪আগস্ট রাতে আমঝুপি পিরোজপুর রোডে একজন রিক্সা চালককে আটকিয়ে বাগানের ভিতর নিয়ে বেঁধে তার রিক্সার ব্যাটারি ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। এবং ওই রাতেই আরেকটি পাখি ভ্যান চালককে আটকে মারধর করে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম তাদেরকে রক্ষা করে। এবং রিকশা চালকের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে আটক করেছি।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
