গাংনীর নওদাপাড়া গ্রামে গরু পালন করে স্বাবলম্বী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গরু লালন পালন করেন সৌখিন ব্যবসায়ী মোঃ মখলেচুর রহমান একটি ষাঁড় গরু ( যার নাম দিয়েছেন মেহেরপুরের ডোন) মোটাতাজা করন করেছেন। বিভিন্ন গরু ব্যবসায়ী কেউ ১০,০০০০০/ আবার কেউ ১২,০০০০০ /টাকা দাম হাঁকছেন। কিন্তু চাচা মখলেচুর রহমানের একটাই কথা কোরবানির ঈদে ঢাকায় নিয়ে সর্বোচ্চ দামে বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন । আপনারা সবাই দোয়া করবেন মেহেরপুরের ডোন ক্ষেত ষাঁড়টি যেন সুস্থ সবল থাকে।
previous post
