মেহেরপুরের গাংনীতে দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে দিকে গাংনীর তেরাইল এলাকায় অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
এসময় তেরাইল বাজারের মেসার্স পরশ এন্টারপ্রাইজে নকল মোড়কীকরণের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে মেসার্স পরশ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বাদশাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গাংনীর ঝিনির পোল নামক স্থানে, নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়, এসময় নিময় না মেনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে স্বত্বাধিকারী ফারুক হোসেনকে ৪৮ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযোগ রয়েছে মেহেরপুরে এক শ্রেণীর ব্যবসায়ী পাম্পে গিয়ে অবৈধভাবে সিলিন্ডারে এলপিজি গ্যাস রিফিল করে বাজারজাত করে আসছে। এতে গ্যাসের পরিমান কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার পাশাপাশি গ্যাষ সিলিন্ডার সরবরাহ কোম্পানীগুলোর ক্ষতি করে আসছিল এ সকল প্রতিষ্ঠান । গ্রাহকরা কম মূল্য এই সমস্ত সিলিন্ডার গ্যাস ক্রয় করলেও গ্যাস কম থাকায় তারা ঠকেছে এই অবৈধ গ্যাস সিলিন্ডার কিনে।
এসময় অভিযান চলা কালে সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের একটি টিম, এছাড়াও অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, নাভানা, জে এম আই, বসুন্ধরা, বেক্সিমকো, দুবাই বাংলা এলপিজি, গ্রীন এল পি জি এবং ওমেরা এলপিজি কোম্পানির প্রতিনিধিদল ও ডিলার বৃন্দ।