মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান। বুধবার ৬:১৫ মিনিটের সময়
মেহেরপুর সদর থানাধীন চকশ্যামনগর গ্রামের
মোছা: নাজমা খাতুন ওরফে খুশি খাতুন এর নিজ বাড়ি থেকে
তাকে
আটক করা হয় । তারহাতে
মধ্যে পলিথিনে মোড়ানো ছোট বড় হেরোইনের পুরিয়া ৮৫টি যাহার
ওজন-১০গ্রাম, আনুমানিক মুল্য-এক লক্ষ টাকা
জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুর এর
বিভাগীয় সহকারী পরিচালক জনাব শিরীন আক্তার এর নেতৃত্বে
পরিদর্শক জনাব মো: আবুল হাশেম, এস আই মদন মোহন সাহা, এ এস
আই জিএম শহীদুল ইসলাম, মো: রুহল আমীন, সিপাই সাইদুর রহমান,
আশরাফুল ইসলাম, মো: আকমল হোসেন এবং ওয়ারলেস অপারেটর মো:
তুষার ইমরান এর সহায়তায়
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মেহেরপুর সদর থানায় একটা নিয়মিত মামলা রুজু করা হয়।
