মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মোমিন খাঁ (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সোমবার সকাল ১১টার দিকে স্টেডিয়াম পাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় ৩০ পুরিয়া (৩ গ্রাম) এবং একটি পলিথিনে মোড়ানো (২ গ্রাম) মোট ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটক মোমিন একই এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে সহকারী পরিদর্শক রুহুল আমীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মোমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মোমিনের দেহ তল্লাশী করে একটি ডারবি প্যাকেটে মোড়ানো মোট ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ মোমিনকে আটক করা হয়।
জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনীর ৮(খ) ধারায় সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
