“এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন, চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন” স্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এ উপলক্ষে আজ শনিবার বেলা বারোটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস। সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফাতেমা খানম, পরিসংখ্যান প্রধান আকরাম হোসেন, সিনিয়র স্টাফ নার্স রিপনা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ সময় রক্তদান ও চক্ষুদানে সমাজের উপকার ও মাহাত্ম সম্পর্কে আলোচনা করেন বক্তারা। কর্মসূচিতে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে।