মেহেরপুরে চলন্ত পিকআপের ধাক্কায় শহিদা খাতুন নামে একজন নিহত হয়েছেন। নিহত শহিদা খাতুন সদর উপজেলার উজুলপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে মেহেরপুর-কাথুলি সড়কের উজুলপুর বটতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শাহিদা খাতুন মাঠে স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। বটতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের নতুন মদনাডাঙ্গ এলাকায় ৪লেন্থ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একি পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছে। আজ সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা স্বামী স্ত্রী ও শিশু সন্তান, তারা সকলেই মেহেরপুরের বর্শিবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে যানাগেছে। স্থানীয়রা জানান মহাসড়কের নতুন মদনাডাঙ্গ এলাকায় ৪লেন্থ সড়কে কাজ চলমান রয়েছে , তবে শেখানে পর্যাপ্ত সড়ক নিরাপত্তা সংকেত না থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে । আহতদের দ্রুত ঐ সময় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আশা হয়।বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে নারী নিহতের ঘটনায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও উদ্ধার করেছে।
