মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদযাপন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রউফ মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ সাব্বির আহমেদ, জেলা সেক্রেটারি আবুল কাশেম লিটন, পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, সদর সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলামসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি এবং অসংখ্য সদস্য।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।