মেহেরপুর সদর উপজেলার গোপালপুর এলাকায় ভ্যান ও মাইক্রো গাড়ির সংঘর্ষে ঘটনা স্থলেই নিহত হয়েছে, সবুজ( ২৫ ) নামের এক যুবক। সবুজ, গোপালপুর গ্রামের আবুল কাশেম এর ছোট ছেলে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার মদনা ডাঙ্গা বাজার থেকে গোপালপুরে আসার সময়, মেহেরপুর কুষ্টিয়া সড়কের মদনা এলাকার হান্নান গঞ্জ পেরিয়ে টেকনিক্যাল কলেজ এর কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে স্থানীয়রা জানায়, সংসারের হাল ধরতে সবুজ কিছুিন যাবত সবজি ব্যাবসা শুরু করেন, সেই সুত্রে ভ্যান গাড়িতে করে করলা সবজি, মদনাডাঙ্গা বাজারে নামিয়ে গোপালপুর নিজ এলাকার দিকে রওনা দেই সে৷
এমন সময়, মদনা ও হান্নান গঞ্জ পেরিয়ে টেকনিক্যাল কলেজ এর কাছে পৌছালে, দ্রুত গতির একটি মাইক্রো গাড়ি ভ্যানটিকে সজরে ধক্কা দেই, এতে সড়কে ছিটকে পড়ে ঘটনা স্থলে গুরুতর আহত হয় সজিব
পরে তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্য রত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। এদিকে সবুজের এমন মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
