মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে সার বিক্রী, সার বিক্রীর ভাউচার প্রদান না করা ও ভাউচারের কার্বন কপি সংরক্ষণ না করার অপরাধে ৩ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহর এবং সদর উপজেলা উজলপুর গ্রামে এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলি রোডে মেসার্স জামান এন্টারপ্রাইজ নামক সার বিক্রয় প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রীর প্রমান পাওয়া।
সরকার নির্ধারিত ১৩৫০ টাকা দামের টিএসপি সার ১৭৭০ টাকা পর্যন্ত বিক্রীর প্রমাণ পাওয়া যায়, যা বস্তা প্রতি ৪২০ টাকা বেশি। নির্ধারিত দামের অধিক দামে সার বিক্রীর অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মামুনুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সদর উপজেলার উজলপুরে মেসার্স ন্যাশনাল এন্টারপ্রাইজ নামক সার ডিলার প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্রে অভিযানে কৃষকদেরকে যথাযথভাবে সার বিক্রীর ভাউচার প্রদান না করা ও ভাউচারের কার্বন কপি সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো: আজাদকে ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স মমিন ট্রেডার্স নামক অপর একটি সার-কীটনাশক বিক্রয়ের প্রতিষ্ঠানে তদারকিতে সারের ক্রয় বিক্রয় ভাউচার না রাখা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রী করার অপরাধে মালিক মো: চঞ্চলকে ৪৫ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশ বাহিনীর সদস্যরা।