নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন আক্রান্ত ৩৪ জন। মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।
ফলে বেড়ে চলেছে করোনা ওয়ার্ড এ রোগীর চাপ। প্রশাসন থেকে জনসাধারণকে সচেতন করলেও সাধারণ মানুষদের মধ্যে তেমন সচেতনবোধ নেই। অনেকেই মাস্ক ছাড়াই চলাচল করছে, ফলে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।
মেহেরপুর সিভিল সার্জন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন প্রাপ্ত রিপোর্ট- এন্টিজেন-৫৪/২৭, জিন এক্সপার্ট-১৪/৩, পিসিআর ল্যাব, কুষ্টিয়া-৩৬/৪. মোট-১০৪/৩৪ ।
নতুন পজেটিভ-৩৪ টি (সদর-১৫, গাংনী-১১, মুজিবনগর-৮)।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২৪৩।
(সদর-৭৪, গাংনী-১০০, মুজিবনগর -৬৯) জন।
মৃত্যু – ৩০ জন। (নতুন মৃত্যু ২ জন, একজন সদর উপজেলায়, আরেকজন গাংনী উপজেলায়)
(সদর-১২, গাংনী- ১২, মুজিবনগর -৬)।
সুস্থ্য= ৯৭০ জন।(নতুন সুস্থ্য-২৩ জন, সদর-৫, গাংনী-৮, মুজিবনগর-১০)
[ সদর-৫৩৯, গাংনী -৩১৮, মুজিবনগর- ১১৩]
ট্রান্সফার্ড- ১০১ জন। (সদর- ৬১, গাংনী-১৬ , মুজিবনগর -২৪)
সকলকে মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন মেহেরপুর।
