ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছেন মেহেরপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত নির্মাণ শ্রমিক তারিক। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। আহত তারিক সদর উপজেলার গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোকনের ছেলে।
গত বরিবার দুপুরে শহরের জার্মান বাংলা এলাকায় সেলিম নামের এক ব্যক্তির ৫তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ঘটে। উল্লেখ্য, নির্মাণাধীন ভবনের রড বাধায়ের কাজ করছিলেন তারিক। এসময় অসাবধানতাবশত রড বিদ্যুৎতের মেইন লাইনের তারে স্পর্শ করলে তারিক বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করে। তারিকের মৃত্যুতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।