মেহেরপুর প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে মেহেরপুর সার্কিট হাউসের হলরুমে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এসএম ইব্রাহিম শাহীন, জেলা জজ কোট বিজ্ঞ পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম,ডাক্তার অলক কুমার , প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম , শিক্ষক শ্রী শাশ্বত এবং মুখলেসুর রহমান খোকন এর সঞ্চালনায় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
