মেহেরপুর প্রতিনিধি
‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই শ্লোগানে মেহেরপুর জেলায় মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আজ দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও প্রকুতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা খাতুন, শিক্ষকমন্ডলী, মেহেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ওয়াজেদুল হক, দিলারা জাহানসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সমন্বয়কারী চ্যানেল আই’র জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চলতি অভিযানে গাছের চারা বিতরনও রোপনের কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ওধধি গাছের চারা রোপন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ সহ বৃক্ষরোপনের গুরুত্ব ও যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জেলায় ২০ হাজার গাছ রোপন ও বিতরন করা হবে বলে জানান ক্লাব কতৃপক্ষ।
গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রকৃতি বাঁচাতে গাছ লাগনোর অঙ্গিকার করলেন তারা।