মেহেরপুর :
তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুর। কাঠফাটা রৌদ্দু, অসহনীয় ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এমন সময় দুই হাজার শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ,গামছা ও বোতলজাত পানী বিতরণ করলেন মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে রিক্সা,ইজিবাইক, ভ্যান চালক সহ পথচারীদের মাঝে একটি করে ক্যাপ,গামছা ও বোতলজাত পানী বিতরন করা হয়। পৌরসভার উদ্যোগে আয়োজিত ক্যাপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন। এসময় আরো উপস্থিত ছিলেন এ সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আবদুল্লাহ মামুন, জাহাঙ্গীর আলম, বাপ্পি, সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
এছাড়াও শহরে পৌর কমিউনিটি সেন্টার কে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গরমে ক্লান্ত হয়ে যাওয়া মানুষ গুলো ওখানে গিয়ে বিশ্রাম নিতে পারে বলে জানান তিনি।
