মেহেরপুর পৌরসভার শহরের হালদারপাড়া ২ নং ও ১ নং ওয়ার্ড, তারিক হোমিও হলের গলি হইতে পেরেশানের বাড়ির পাশের, এবং ৮ নং ওয়ার্ডে হোটেল বাজার জামে মসজিদের পাশের গলির সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালের দিকে সড়ক ও ড্রেন তিন টির নির্মাণ কাজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে মাটিতে কোপ দিয়ে ১ নং , ওয়ার্ডের তারিখ হোমিও হলের পাশের সড়ক ও ২ নং ওয়ার্ড হালদারপাড়া। এবং ৮ নং ওয়ার্ডের হোটেল বাজার জামে মসজিদের পাশের সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবির রিপন, দুই নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রমজান আলী,উপ-সহকারী প্রকৌশলী হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
২ নং ওয়ার্ড হালদারপাড়া
৩৮৩ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের জন্য ৯০ লাখ টাকা
তারিক হোমিও হলের পাশের ১৮০ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের জন্য ৪৭ লাখ টাকা এবং ৮ নং ওয়ার্ড হোটেল বাজার জামে মসজিদের পাশের রাস্তায় ১৮২ মিটার সড়ক ও ড্রেনের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা।
