মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য ব্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, সফল জননী রাহাতুন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা নারী সামসুন্নাহার, অর্থনৈতিক ভাবে সফলতা নারী কাজল রেখা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান উম্মে হানি চায়না, শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জন কারী নারী আলিয়া খাতুন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রনি আলম নুর, জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাপলা, সফল জননীর সন্তান ব্যবস্থাপনা বিভাগ কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলতাফ উদ্দিন।
