মেহেরপুর :
মেহেরপুর ১ আসনের নৌকার মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারনায় কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: সাঈদ আরেফিন (রিফুল)। সদর উপজেলার যাদুখালী কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন ডা: সাঈদ আরেফিন। গত সপ্তাহে কাঠালপোতা গ্রামে সন্ধ্যায় নৌকার প্রচারনার অফিস উদ্বোধন করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও নৌকার মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন ওই গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন। এসময় কাঠালপোতা গ্রামের বাসিন্দা ও যাদুখালী কমিউনিটি ক্লিনিকের উপ- সহকারী মেডিকেল অফিসার ডা সাঈদ আরেফিন রিফুল নৌকার পক্ষে ভোট চান। এছাড়া তিনি নৌকার অফিস উদ্বোধনের সময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কাঠালপোতা গ্রামের কয়েক জন জানান, নির্বাচনের শুরু থেকে ডাঃ সাঈদ আরেফিন গ্রামে নিজে বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে আসছেন। এছাড়া তিনি নিজ অর্থায়নে গ্রামে একটি নৌকার অফিস চালাছেন। ভোটের নির্বাচনি প্রচারনার ছবি ফেসবুকে পোস্ট ও করেন তিনি।
নির্বাচনী আচরণ বিধিতে বলা আছে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনের প্রচার-প্রচারণা সহ ভোটে নামতে পারবেন না। কিন্তু ডাক্তার সাঈদ আরেফিন নির্বাচনের আচরণ বিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজগ্রাম সহ কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে যাদুখালী কমিউনিটি ক্লিনিকের কর্মরত ডাঃ সাঈদ আরেফিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে নৌকার পক্ষে প্রচার-প্রচারণাসহ ভোট প্রার্থনার কথা স্বীকার করে তিনি বলেন, এরপর থেকে আমি আর নির্বাচনী প্রচারণা করবো না। সরকারি চাকুরী করে নির্বাচনে প্রচারণা করা যায় না বলেও স্বীকার করেন তিনি।
মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলোক কুমার দাস বলেন, অভিযোগের সত্যতা বা প্রমাণ পেলে যাদুখালী কমিউনিটি ক্লিনিকে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।