নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত রোগী সর্বোচ্চ রেকর্ড, নতুন আক্রান্ত ৪৬ জন। মেহেরপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাস এর আক্রান্ত রোগীর সংখ্যা হস মৃত্যুর হার। মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
নতুন প্রাপ্ত রিপোর্ট- ১০৩ ।
নতুন পজেটিভ-৪৬টি (সদর-২৩, গাংনী-১২, মুজিবনগর-৯)। চুয়াডাঙ্গার-২টি।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৩১৭।
(সদর-১১৬, গাংনী-১১৪, মুজিবনগর -৮৭) জন।
মৃত্যু – ৩৩ জন।
(সদর-১৩, গাংনী- ১৩, মুজিবনগর -৭)।
সুস্থ্য= ১০০০ জন।
[ সদর-৫৫৬, গাংনী -৩৩০, মুজিবনগর- ১১৪]
ট্রান্সফার্ড- ১০৩ জন। (সদর- ৬৩, গাংনী-১৬ , মুজিবনগর -২৪
সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন মেহেরপুর।
