মেহেরপুরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় সূর্য ক্লাব মেহেরপুরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্টের টিকিট সেলসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সূর্য ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিন দিন টিকিট বিক্রির সুযোগ হয়েছিল। ওই সময় সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সব কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। কোনো প্রতারক চক্রের মাধ্যমে টিকিট কেনাবেচার সঙ্গে জড়িত হয়ে প্রতারণার শিকার না হওয়ার সতর্ক করেনন ক্লাব কর্তৃপক্ষ ।
ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হুবুহু তুলেধরা হলো..

প্রিয় মেহেরপুরবাসী,
দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, নগর বাউল জেমস-এর বহু প্রতীক্ষিত কনসার্টটি শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না মেলাতে স্থগিত করতে বাধ্য হয়েছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও নিয়ম মেনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিলো। কিন্তু প্রশাসনিক অনুমতি না পাওয়ার কারণে অনুষ্ঠানটি বর্তমান সময়সূচিতে করা সম্ভব হলো না।
আমরা জানি, আমাদের মতো আপনারাও এই আয়োজন নিয়ে অত্যন্ত আগ্রহী ও আবেগপ্রবণ ছিলেন। তবে আশার কথা হচ্ছে — নগর বাউল জেমস-এর সাথে আমাদের করা চুক্তি অনুযায়ী, পরবর্তী ৬ মাসের মধ্যে আমরা একটি নতুন তারিখে কনসার্টটি আয়োজন করতে পারবো।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ — মেহেরপুরবাসীকে সেরা কিছু উপহার দেওয়ার, এবং সূর্য ক্লাব সবসময়ই আপনাদের পাশে ছিলো, আছে, থাকবে।
ধন্যবাদ মেহেরপুরের অসংখ্য মানুষকে, যাঁরা আমাদের পাশে ছিলেন। আমরা আশাবাদী, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা খুব শিগগিরই নগর বাউল জেমসকে নিয়ে আবারও ফিরবো, আরও বড় আয়োজনে।
ইনশাআল্লাহ, মেহেরপুরে আবার আসবে রক-সংগীতের জোয়ার।
– সূর্য ক্লাব পরিবার