মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় দুই শিশু খেলার ছলে বিষপান করেছে। আজ ২৮ শে অক্টোবর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুরা হলো শহরের শিশুবাগান পাড়ার আকুববারের ছেলে সোহান ( ২বছর ৬মাস) এবং একই এলাকার সালাউদ্দিনের ছেলে ইমরান (২বছর ৬মাস)।
ঘটনা সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে ঘরে রাখা একটি বোতলে থাকা বিষ পদার্থ নিয়ে তারা খেলতে শুরু করে এবং একপর্সেযায়ে তারা ঐ বিষ পান করে ফেলে।
এরপর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত দুই শিশুকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে শিশু দুটি সংকটমুক্ত রয়েছে।
