মেহেরপুরে তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চাঁদবিল মোড় এলাকায় এই সেন্টারের উদ্বোধন করা হয়। তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক তাজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাব্বি আহমেদ, একই সেন্টরের ছাত্র শিশির। কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক তাজ আহমেদ দীর্ঘ সময় কোরিয়ান প্রবাসী ছিলেন। তিনি দেশে ফিরে এলাকার বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। সেন্টারটি প্রথমে শহরের কলেজ এলাকায় কার্যক্রম পরিচালনা করলেও সেটি বড় পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য চাঁদবিল মোড় এলাকায় স্থান পরিবর্তন করা হয়েছে।
