মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় কলিম উদ্দিন কালু (৫০) নামের এক অটোরিকশা চালক গুরুত্বর আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কোট রোড সড়কের পৌর ভুমি অফিসের সামনে এই ঘটনা ঘটে। আহত কালু
সদর উপজেলার গোভীপুর গ্রামের ভিটিপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালক কালু শহরের দিক থেকে কোর্টের দিকে যাচ্ছিলেন। এসময় পৌর ভূমি অফিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার উপর উঠিয়ে দিলে রিকশাসহ চালক কালু ট্রাক্টরের সামনের চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় রিকশাটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা কালুকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
