নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়-
নতুন প্রাপ্ত রিপোর্ট- পিসিআর ল্যাব-৪৫ ।
নতুন পজেটিভ-১৯ টি (সদর-১০, গাংনী-৪, মুজিবনগর-৪), কুষ্টিয়া-আমলা-১।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২৫৮।
(সদর-৭২, গাংনী-১০৯, মুজিবনগর -৭৬) জন।
মৃত্যু – ৩৩ জন। (নতুন মৃত্যু ২ জন সদর ও গাংনী উপজেলায়)
(সদর-১৩, গাংনী- ১৩, মুজিবনগর -৭)।
সুস্থ্য= ৯৮৪ জন।
[ সদর-৫৫১, গাংনী -৩১৯, মুজিবনগর- ১১৪]
ট্রান্সফার্ড- ১০১ জন। (সদর- ৬১, গাংনী-১৬ , মুজিবনগর -২৪)
সকল কে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন ডাঃ.নাসির উদ্দিন মেহেরপুর।
