নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন এর মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিচার আলী (৭০) নামের আরও এক জনের মৃত্যু হয়েছে।
১৮ জুন রোজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিচার আলী গাংনী উপজেলার হুগোলবাড়িয়া গ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মকলেছুর রহমান পলাশ।
তিনি জানান, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।
