মেহেরপুরে পাইকার ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে খুচরা ব্যবসায়ীরা। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শহরের বড়বাজারের কাঁচাবাজার ও মাছ বাজারে এ অবস্থান কর্মসূচী পালন করেন খুচরা ব্যবসায়ীরা।
খুচরা ব্যবসায়ীদের দাবি, তারা পাইকার বাজার থেকে মালামাল কিনে এনে খুচরা বাজারে বিক্রি করে থাকেন। এতে কেজিতে ৩ থেকে ৪ টাকা লাভ করেন তারা। অথচ পাইকার ব্যবসায়ীরা এখন নিজেই খুচরা ব্যবসা শুরু করেছে। এতে তাদের ব্যবসায় ভাটা পড়ছে। এমনটি চলতে দেওয়া যায় না। দ্রুত পাইকার ব্যবসায়ীরা খুচরা ব্যবসা বন্ধ না করলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
বিক্ষোভে নেতৃত্বদেন খুচরা সবজি বিক্রেতা পারভেজ হোসেন কালু। বক্তব্য দেন ব্যবসায়ী মিন্টু মিয়া, রনি শেখ, হাফিজুল ইসলামসহ অনান্য ব্যবসায়ীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপে তারা বিক্ষোভ শেষ করেন। বাজারে সিন্ডিকেট বিরুদ্ধে দাড়িয়ে পুরো বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন তহ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
