মেহেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদর থানা শাখার উদ্যোগে ১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮জুন বুধবার মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এই আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যাবসায় শিক্ষা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাখাওয়াত হোসেন জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর শহর শাখার সভাপতি আবু রায়হান। এ সময় প্রতিযোগীরা সহ সংগঠনের অন্যান সদস্যরা উপস্থিত ছিলেন।