মেহেরপুরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফররুখ আহম্মেদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলী, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ‘আমাদের সূর্যোদয়’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুবুল হক পোলেন এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে মাল্টিমিডিয়া পত্রিকার বর্তমান প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দৈনিক ইত্তেফাক পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি শামিম হাসান সোহাগ, আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, জনবাণী পত্রিকার প্রতিনিধি রাশেদ খান, সময়ের সমীকরণ পত্রিকার বারাদী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।