নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বছরের মার্চ থেকে মেহেরপুর জেলায় করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন গাংনী উপজেলায়। এ উপজেলায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ১৩ ও মুজিবনগর উপজেলায় ৯ জন রয়েছেন।বুধবার নাসিমা খাতুন (৪৫) এবং লুশিয়া বেগম (৬০ ) নামের ওই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন। নাসিমা খাতুন মেহেরপুর গাংনীর শিশির পাড়া গ্রামের এবং লুশিয়া বেগম মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। এক সপ্তাহ পূর্বে ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।