মেহেরপুর সদর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মেহেরপুর সদর উপজেলা বামুনপাড়া কাজী নজরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা কামাল এবং মধ্যডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আয়াত নাজিল নেতার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন সাংগঠনিক সম্পাদক এবং আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের 63 হাজার টাকা এবং মরহুমা নাজিমুদ্দিনের পরিবারকে 28 হাজার 700 টাকা চেক প্রদান করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে সমিতির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
previous post