মেহেরপুরের গাংনীতে ওয়ানশুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদ নামের এক যুবককে আটক করেছে র্যাব। ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার কাজিপুর গোলামবাজার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী সুমন আহমেদ ( ২৯) গাংনী উপজেলার কাজিপুর গোলামবাজার এলাকার তাইজুল ইসলামের ছেলে।
র্যাব সুত্রে যানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে র্যাব ১২ সিপিসি-৩ মেহেরপুর এর কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়, অভিযানে ওয়ানশুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদ নামের ঐ যুবককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। র্যাব যানায়, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।