গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে, ওজনে কম দেওয়ার অপরাধে হিরোক (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।আজ ১২/০২/২৪ রোজ সোমবার দুপুরে ১২:৩০ মিঃ এর দিকে গাংনী বাজার কাথুলী মোড় এলাকায় এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।জানা যায় মাংস ব্যবসায়ী হিরোক, গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র।এ বিষয়ে
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাদির হোসেন শামীম, জানান মাংস ব্যবসায়ী হিরোক, ওজনে মাংস কম দেওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৭ ধারা ভঙ্গের অপরাধে ও মালিক তার নিজের দোষ স্বীকার করাই তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো জানান
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালীন সময়ে
গাংনী থানা পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন।
