পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার। হস্তান্তরিত ৯ বাংলাদেশী সকলেই ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা। এদের মধ্যে ২জন পুরুষ , ১ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। তারা হলেন আবু সাইদ (৪৫), বিউটি বেগম (৪০) সম্রাট (৭), সিমলা আক্তার (১১), জামাল শেখ (৩৯), ডলি আক্তার (২৫), লামিয়া আক্তার (৬), বদির, আলী আকবর (৪), সাদিয়া (১)।
তাদের সকলকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানা পুলিশ।
previous post