নিজস্ব প্রতিবেদক
:মুজিবনগরে পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর প্রতিদিন ও দৈনিক অর্থনীতির মুজিবনগর প্রতিনিধি সাংবাদিক সানোয়ার হোসেনের পিতা হাইদার গাজীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সিরাজ ও তার পিতা আব্দুল কুদ্দুসসহ – আব্দুল কুদ্দুসের ছেলে বাদশা ,আকরামুল, স্বপন,মতিন ,রাশিদুল ,খাপাড়ার মৃত কুদ্দুসের ছেলে সাগর আলী
ঘটনা সূত্রে জানা গেছে গত ৬ তারিখ এলাকাই আধিপত্য বিস্তার নিয়ে প্রবীর গ্রুপ ও সিরাজ গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয় তারই জের ধরে এই হামলা।
এলাকার সূত্রে জানা গেছে আহত হায়দার গাজী বৃহস্পতিবার দুপুরে কলার গাড়ি লোড দেয়ার উদ্দেশ্যে রশিকপুর মসজিদের কাছে অবস্থান করছিল এ সময় তাকে একা পেয়ে অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপ মারতে থাকে হায়দার গাজী মারা গেছে মনে করে তারা ফেলে রেখে চলে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কলার গাড়ি লোডের সময় কাছে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নে য় হামলাকারীরা। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেতে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্য চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করে শেষ খবর পাওয়া যাওয়া পর্যন্ত তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শরীরে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে যেটি অস্ত্র প্রচার যোগ্য বলছেন চিকিৎসকরা।
