কেদারগঞ্জ বাজার হইতে মুজিবনগরে রোডে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে মুজিবনগর থানাধীন মানিকনগর গ্রামে শনিবার আনুমানিক বেলা ৫ টার দিকে এই সড়ক দুর্ঘটনটি ঘটে। ঘটনা স্থল থেকে জানা যায় । মোটর সাইকেল চালক মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বিষ্ণু মন্ডলের ছেলে প্রিন্স মন্ডল (১৯) এবং বাই সাইকেল চালক ঐ উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত রহমত দফাদারের ছেলে পাচু দফাদার (৬০) স্থলের স্থানীয় সূত্রে জানা যায় প্রিন্স মন্ডল মোটরবাইক নিয়ে মুজিবনগরের দিকে যাওয়ার সময় পাচু দফাদারের সাথে সদরে ধাক্কা লাগে এবং ২ জনই আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসার জন্য মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
বাই সাইকেল চালক গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষ তাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। মোটরসাইকেল চালক মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।এ বিষয়ে মুজিবনগর থানা পুলিশ অবগত আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন। নজরদারী অব্যহত আছে।
