মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১মে) বিকেলে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কোর্ট রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি সড়কে গিয়ে শেষ হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।