আলমডাঙ্গা থেকে আল- আমিন হোসেনঃ
আগুনে পুড়ে ছায় হলো প্রায় দুই’শ পিলি পানবরজ ও ডিজেল চালিত স্যালো মেশিন।
বৃহস্পতিবার বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় হাঁপানিয়া গ্রামের তুহিন মিয়া উরুফে তুতা মিয়ার বরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিগত কয়দিন ধরে চুয়াডাঙ্গা জেলাতে তীব্র তাপমাত্রা বিরাজ করায় অনেক মানুষ বাড়ি অবস্থান নিচ্ছে। এমন সময়ে ভুট্টা গাছের ডাটি পুরাতে যেয়ে আগুনের সুত্রপাত ঘটে। এই তিব্র গরম সহ্য করনে না পারায় কৃষকেরা অনেকেই বাড়ি অবস্থান নেওয়ায় অল্প সময়ে বরজ পুড়ে ছায় হয়ে যায়। পাশাপাশি নিকটে পানির ব্যাবস্থা না থাকায় মানুষের পক্ষে আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়নি। ফলে পুরো বরজ ও সেচ কাজে ব্যাবহৃত মেশিনটি পুড়ে গেছে।
এদিকে সাধারন মানুষ মনে করেন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ভেতর অন্যতম খরাপ্রবন জেলা। আর এই জেলায় বিগত বছরগুলোতে দেখা গেছে ভুট্টার গাছে দেয়া আগুনে শত শত বিঘা জমির ফসল পুরে ছায় হয়েছে। যার অন্যতম কারণ হলো সচেতনতার অভাব। এ বছরও কৃষকদের সতর্ক না করা, পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা না থাকায় ঘন ঘন আগুনের সূত্রপাত ঘটছে এবং এখনই নিয়ন্ত্রণ না করা গেলে এর থেকে বড় ধরনের আগুন আরও লাগতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানাগেছে, উক্ত পান বরজের থেকে তাদের সংসারের খরচ চলে । আয়ের এই উৎসটি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় তাদের জীবনের সাধারণ গতি ব্যাহত হবে।
