আলমডাঙ্গায় পৌর এলাকায় গোবিন্দপুর থেকে রেশমা খাতুন (২৬) নামে এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
(২৮ মে) মঙ্গলবার ২ঃ৩০ মিনিটের সময় গোবিন্দপুরের এক্সচেঞ্জপাড়ার মোল্লা বাড়ি নামক ৫ম তলায় ভাড়া বাড়ির নিজ কক্ষ থেকে উদ্ধার করে।
নিহত রেশমা খাতুন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের রথখোলা পাড়ার সাইদুর রহমানের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার এলাকার শিমুল হোসেন নামে এক ব্যক্তির সাথে ১৫ বছর আগে বিয়ে হয় রেশমার। বিবাহের কিছুদিন পরে একটি কন্য সন্তান হয়। গত ৫ বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে সৌদিতে পাড়ি জমান। এরই মধ্যে উন্নত জীবনযাপনের জন্য ৬ মাস আগে রেশমা তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলমডাঙ্গা শহরে আলাদা বাসায় ভাড়া থাকতেন।অন্যান্য দিনের মতো সকালে মেয়েকে স্কুলে পাঠায় রেশমা। পরে দুপুরে তাঁর মেয়ে স্কুল থেকে ফিরে ডাকাডাকি করেন।
ভেতর থেকে সাড়া না পেয়ে তাঁর কক্ষের জানালা দিয়ে রেশমার ঝুলন্ত মরদেহ দেখতে পায় ।
পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, আলমডাঙ্গা থানায় খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘরের দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা।