একটি চলন্ত সিএনজির পেছনে ঝুলে আছে এক যুবক। ভেতর থেকে দুজন ধারালো অস্ত্র দিয়ে বারবার তাকে আঘাত করার চেষ্টা করছে। প্রথম দেখায় মনে হতেপারে হয়তো তিনি কোনো যাত্রী বা পথচারী।
তবে আপনাদের যানিয়ে রাখি সিএনজির পেছনে ঝুলে থাকা ব্যাক্তিটি ঐ সিএনজির চালক, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়িটা বাঁচানোর লড়াই করছেন । এমন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে। একজন চালক নিজের জীবন বাঁচাতে নয়, নিজের জীবিকার যান বাঁচাতে মৃত্যুর মুখে এভাবেই ঝুলে থাকে। এমন ঘটনা পুরো নেট দুনিয়াই মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ।
