নিজস্ব প্রতিবেদক:
লকডাউনে মেহেরপুরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে মোকছেদ রহমান এর ৩০০০ টাকা জরিমানা।
মঙ্গলবার সকালের দিকে শহরের সিভিল সার্জন এর কার্যালয় সামনে ওবদামোড়ে হেলমেট বিহীন সেই সাথে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জেলা ট্রাফিক পুলিশের সার্জন নুরুজ্জামান মোকছেদ রহমান কে ৩০০০ টাকা জরিমানা করেন।
এই সময় মোকছেদ রহমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি বাসা থেকে বের হয়ে ছিলাম বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, আমার মাথায় একটু সমস্যা যার ফলে আমি হেলমেট পরিনি সেই সাথে প্রচন্ড রোদ আর আমার বাসা শহরের দিঘির তাই তারা হরো করে আস্তে কি হেলমেট পরিনি।
