আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গাঁজা। প্রকাশ্যেই চলছে কেনাবেঁচা।এই মাদকের ক্রেতা অধিকাংশই কিশোর, যুবক, ও ছন্দবেশী কিছু পাগল ভক্তের । পাগল সেজে বিভিন্ন কৌশলে চলছে তাদের মাদক বেঁচাকেনা। সমাজে সাধারন মানুষ বাঁধা দিতে গেলে নিজে সহ বিভিন্ন ক্যাডার বাহিনী নিয়ে প্রাণনাসের হুমকি পর্যন্ত দিতে পিঁছপা হয় না। কোথায় পায় এত শক্তি? প্রশ্ন সাধারন মানুষের।এমনকি স্ত্রী সন্তান কর্তৃক মাদক বিক্রিতে বাধা দিলে নিজের স্ত্রী-সন্তানের উপরেও চলে অমানবিক নির্যাতন।
প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে।
গোঁপন তথ্যের মাধ্যমে জানা গেছে শফিরুল গাঁজা মদ হিরোইণসহ বিভিন্ন রকম নেশায় আসক্ত। তিনি পূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন পার্শ্ববর্তী বগাদী গ্রামে ইদ্রিস ফকিরের পাগল ভক্ত বলে পরিচয় দেয় এবং এই পাগল ভক্তের আড়ালে চলে তার ব্যবসা।
এ বিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্পের আইসি, কামরুল হাসানের সাথে কথা বলা হলে তিনি বলেন, গাঁজা বিক্রি করা অবস্থায় আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমি ব্যবস্থা নিব। এর পূর্বে গাজা বিক্রির অপরাধে তাকে একটা থাপ্পর মারার কারণে গ্রামের লোকজন নিয়ে চেয়ারম্যানের কাছে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে। পরবর্তীতে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ অফিসে বসে মীমাংস হয়েছে।গাঁজা মদ হিরোইন সেবন করে কথাবার্তা অনেকটা পাগলের মত বলায় এই পাগলের পাগলামিতে আমি নিজেই বিপদে পড়েছিলাম। বগাদী গ্রামের ইদ্রিস ফকিরের ভক্ত বলে নিজেকে সে পরিচয় দিতে ভালোবাসে। আড়ালে হয়তো এমন করে থাকতে পারে। এরকম কার্যক্রমের জন্য তার স্ত্রী এবং পুত্র আলাদা বাসা ভাড়া করে থাকে।
এদিকে শাফিরুলের স্ত্রী বলেন আমার স্বামী অনেকদিন ধরে মাদকদ্রব্য সেবন এবং বিক্রি করে। এই নিয়ে কিছু বলতে গেলে সে আমাদের উপরে হামলা করে। এ নিয়ে পাড়া-প্রতিবেশী সবাই অতিষ্ঠ এবং যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে । অনেকবার বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও কোন কাজ হয়নি বিধায় পাড়া প্রতিবেশীরাও নিশ্চুপ হয়ে গেছে। এর একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত।
অন্যদিকে শাফিরুলের ছেলে শিলন মিয়া বলেন আমার বাবা মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি মাদক বিক্রি করে। আমরা নিষেধ করা সত্বেও তিনি শোনেননি বরং আমাদের মারধর করে।তিনি বলেন যে জাতি অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে জাতি ন্যায়ের ফল ভোগ করতে পারে না। আমি আজকে অসহায়, তাই প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ কামনা করছি।
