জুলফিকার আলি আবীর :
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০/০৯/২৩ রোজ
শনিবার সকাল) ৯:৩০মিঃ এর দিকে একটি র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এমএ খালেক।র্যালিতে
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু,শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃসিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এদিকে এ দিবস উপলক্ষে সকাল ১০:০০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময়
প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃসিরাজুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন -এর প্রতিনিধি মোঃমনিরুজ্জামান আতু,জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।এ সময় উক্ত সভায়
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ!
